• বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চরফ্যাশন উপজেলা জুলাই আন্দোলনে নিহত ১৩ জন শহীদদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানালেন আলহাজ্ব নাজিম উদ্দিন আলম জিয়া সৈনিক দলের ৩ উপজেলায় কমিটি গঠন তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয়: আমিনুল হক নির্বাচনের আগে পুলিশের এসপি-ওসি’দের বদলি হবে লটারির মাধ্যমে- স্বরাষ্ট্র উপদেষ্টা আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় ওএমএস কর্মসূচির ডিলার নিয়োগ খুলনা বটিয়াঘাটায় ছাত্র- জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ঢাকা জেলার সভাপতি এ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে ঢাকার ধামরাইয়ে বিজয় মিছিলে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বটিয়াঘাটায় জামায়াতে ইসলামী গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশে স্বচ্ছ ও প্রতিহিংসামুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ার অঙ্গীকার বিএনপির – আমিনুল হক

রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর শাহাদতবার্ষিকী করেন

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫


নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রতিনিধ :
রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর শাহাদতবার্ষিকী পালিত হয়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং রূপগঞ্জের চারবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে রূপগঞ্জ উপজেলার বিরাবোতে তার কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এবং সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুবুর রহমান মাহবুব, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, আব্দুল মান্নান পারভেজ মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, এবং যুবদল-ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, আব্দুল মতিন চৌধুরী ছিলেন একজন সাহসী, মানবিক ও দূরদর্শী নেতা। তার রাজনৈতিক আদর্শ আজো কর্মীদের অনুপ্রেরণা জোগায়। তিনি আধুনিক রূপগঞ্জ গড়ার রূপকার ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৪ সালে জন্ম নেওয়া মতিন চৌধুরী ২০১২ সালের ৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।


এই বিভাগের সব খবর
August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031