• বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
শহিদ সাংবাদিক ও বিমান দুর্ঘটনার নিহতদের স্মরণে সাংবাদিক ইউনিয়নের স্বরণ সভা ও দোয়া মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কাটিয়ে এক জায়গায় পৌঁছা যাবে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্বরণে শোক ও দোয়ার আয়োজন মাইলস্টোন কর্তৃপক্ষের ঢাকা-সিলেট মহাসড়কেররূপগঞ্জে উচ্ছেদ অভিযান নির্বাচন নির্ধারিত সময়েই, একদিনও দেরি হবে না: প্রেস সচিব ভালুকায় গাড়ির ধাক্কায় একজন নিহত ইলমে হাদিসের মর্যাদা ধরে রাখতে হবে, কামিল শ্রেণির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠানে -মাও. বদরুল আলম জুলাই গণঅভূখ্যান দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ খুলনা বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউপি সচিবের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

শিক্ষার্থীদের মনোবল ফেরাতে মাইলস্টোনেচালু হলো ‘বিশেষ কাউন্সেলিং সেবা’

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে সাম্প্রতিক মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে গভীর মানসিক সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় তাদের মানসিক আঘাত কমাতে “বিশেষ কাউন্সেলিং সেবা” চালু করেছে কলেজ কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শাহ বুলবুল গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান , এই কাউন্সেলিং ইউনিটে প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কাউন্সেলররা শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন। একইসঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকেও করা হয়েছে চিকিৎসা ক্যাম্প।

শাহ বুলবুল জানান, কলেজ ক্যাম্পাসে সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের সহায়তা করতে কলেজ কর্তৃপক্ষ এই বিশেষ কাউন্সেলিং সেবা চালু করেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। কলেজ ভবনের নির্ধারিত স্থানে প্রশিক্ষিত কাউন্সেলরদের মাধ্যমে মানসিক সহায়তা দেওয়া হচ্ছে। যেসব শিক্ষার্থী দুর্ঘটনার পর থেকে আতঙ্ক, ঘুমের সমস্যা বা মানসিক চাপ অনুভব করছেন, তারা সরাসরি এই সেবা গ্রহণ করতে পারছেন।

এছাড়া, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসেবা দিতে বাংলাদেশ বিমান বাহিনী কলেজ প্রাঙ্গণে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্প চালু থাকবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা
শাহ বুলবুল বলেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি। কাউন্সেলিং ও চিকিৎসাসেবার পাশাপাশি প্রশাসনিকভাবেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু আরও এক দফা পিছিয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে ছুটি বাড়িয়ে আগামী ২ আগস্ট (শনিবার) পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান,পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের সুরক্ষা ও মানসিক স্থিতি পুনঃস্থাপনই আমাদের মূল লক্ষ্য। তাই আবার ছুটি বাড়ানো হয়েছে। তবে ছুটির মধ্যেও প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।

এদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম গনমাধ্যমকে বলেন, আমাদের দিয়াবাড়ি ক্যাম্পাস আগামী ২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। তবে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তারা ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরতে প্রস্তুত হচ্ছেন। সবকিছু ঠিক থাকলে দ্রুতই ক্লাস শুরুর সিদ্ধান্ত নিতে পারবো।

উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহত এবং দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনার পরদিনই তিন দিনের ছুটি ঘোষণা করা হয় কলেজে। এরপর দ্বিতীয় দফায় ২৭ জুলাই পর্যন্ত ও তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী শনিবার পর্যন্ত করা হয়েছে।


এই বিভাগের সব খবর
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930