রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধ : আওয়ামী লীগ ইতিহাস থেকে কোন শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান। এ সময় তিনি আরো বলেন, দেখুন আজকে এক বছর বিগত হয়ে গেছে আপনারা দেখাতে পারবেন? আওয়ামী লীগের একটি নেতা কর্মী তাদের অন্যায় কৃতকর্মের জন্য অনুতপ্ত বা ক্ষমা চেয়েছেন। তার অর্থ কি দাড়ায়? আওয়ামী লীগ ইতিহাস থেকে কোন শিক্ষা নেয়নি। তারা আকাশ – কুসুম স্বপ্ন দেখছে। তারা ভাবছে আবার তারা বাংলাদেশে ফিরে আসবে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই আওয়ামী লীগের এ আকাশ -কুসুম স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। কিন্তু এ বাস্তবতা টিকিয়ে রাখতে হলে আমরা যারা জনগণের কাজ করি আমাদের সঠিক পথে থাকতে হবে।
শনিবার দুপুরে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুল মতিন চৌধুরীর ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান,জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া মোল্লা, জেলা যুবদলের সহ সভাপতি আমিনুল ইসলাম ইমন,যুবদল নেতা আবু মোহাম্মদ মাছুম , রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি কাজী কামাল, জিয়া পরিষদের সাইদুর, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা মো মান্নান পারভেজ ,রূপগঞ্জ থানা সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার প্রদান, ছাত্রদল নেতা রিপন, সুলতান মাহমুদ সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দলনেতা আলম, সহ অনেকে।