বিশেষ প্রতিনিধি:
দেশব্যাপী অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি ও দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,জিয়া সৈনিক দলের সভাপতি এন এইচ রুবেল
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, তাদের পরিবার, শিক্ষক এবং পুরো সমাজের জন্যই আনন্দের। তোমাদের নিষ্ঠা, পরিশ্রম ও অধ্যবসায়ের ফল আজকের এই অর্জন। আগামী দিনেও জ্ঞানার্জনের এই ধারা অব্যাহত রাখবে, দেশ ও জাতিকে গড়ে তুলবে শিক্ষার আলোয়।”
তিনি আরও বলেন, “সমস্যা ও প্রতিকূলতা সত্ত্বেও যেসব শিক্ষার্থী অদম্য মনোবল নিয়ে এগিয়ে চলেছে, তাদের জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। তাদের মেধা ও মনন বিকাশে সবসময় পাশে থাকবো।”
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি তাদের সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে আহ্বান জানান।