গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় রুদ্র কর্মকার (২০) নামে এক ঔষধ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) সকালে কালিয়াকৈর বাস স্ট্যান্ড ফুলবাড়িয়া রোড গোলচত্বরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত রুদ্র কর্মকার উপজেলার পালপাড়া এলাকার মৃত রাধে কর্মকারের ছেলে । সে বংসায় ব্রিজ সংলগ্ন এলাকায় ওষুধের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি ফুলবাড়িয়া রোডের গোলচত্বরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই মালবাহী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ঔ সময় তিনি ট্রাকের চাকার নিচে
পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মাথাসহ শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার (এসআই) রফিক বলেন ,সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত্র ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে ।