খুলনা জেলা প্রতিনিধিঃখুলনা জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়কারণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে জেলার ০৯ টি উপজেলা হতে আগত সকল ইউএনও, জেলা ডি আর টি সদস্য ও ৬৮টি ইউনিয়ন পরিষদের দায়িত্বরত সকল ইউপি চেয়ারম্যান গণের সাথে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।রবিবার (২৪ আগস্ট) সকাল ১০ টা থেকে জেলা সার্কিট হাউস সভা কক্ষে উক্ত অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইউএনডিপি ঢাকা প্রতিনিধি সোহেল রানা। উক্ত সভায় সভাপতিত্ব করেন কানিজ ফাতিমা লিজা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার খুলনা এবং সভাটি সঞ্চালনা করেন মোঃ হাফিজুর রহমান ডিস্ট্রিক্ট ম্যানেজার বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করুন তৃতীয় পর্যায় প্রকল্প খুলনা।গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় জুলাই ২০২৪ হতে জুন ২০২৪ পর্যন্ত এক বছরের মামলা গ্রহণ নিষ্পত্তি এবং গ্রাম আদালত পরিচালনায় বাধা ও সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি এবং নিষ্পত্তিকৃত মামলার নথি ব্যবস্থাপনা , গ্রাম আদালত বিষয়ক প্রচারণা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আদালতের শক্তি, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা তফসিলের প্রথম অংশে ফৌজদারী ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের প্রকল্প কর্তৃক নির্ধারিত ফরমেট এর মাধ্যমে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়াও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত পরিচালনায় সদস্য সদস্যাদের দায় দায়িত্ব ইত্যাদি সহ গ্রাম আদালতের সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সভায় অন্যনয়দের মধ্যে উপস্থিত ছিলেন,অত্র প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ শাহিনুর রহমান বটিয়াঘাটা, মরিয়ম খাতুন ডুমুরিয়া, সাবিনা খাতুন,তেরখাদা উপজেলা খুলনা।