খুলনা জেলা প্রতিনিধি:
খুলনা লবনচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ টি সোনার বার সহ রোজিনা নামে এক মহিলা আটক।গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকাল ৩ টার দিকে লবনচরা থাবার সাচিবুনিয়া বিশ্ব রোড মোড় থেকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা বাহী টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহনে রোজিনা আক্তার নামে এক মহিলার কাছ থেকে ৫টি সোনার বার উদ্ধার করা হয় যার ওজন আনুমানিক ৬ শত গ্রাম।মহিলাটি সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকার বাসিন্দা,সে ঢাকা বাসাবো থেকে উঠেছে।বিষয়টি কেএমপির উপ পরিদর্শক দক্ষিণ হুমায়ুন কবির ও লবনচরা থানার অফিসার ইনচার্জ মোঃতৌহিদুজ্জামান নিশ্চিত করেন।