বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের রূহের মাগফিরাত কামনায় নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলে অর্থ সংগঠনের সভাপতি প্রদীপ কুমার দেবনাথ ও অর্থ সংগঠনের সাধারণ সম্পাদক গাজী মামুনের সঞ্চালনায় প্রথমার্ধে সংগঠনের সকল কার্যকরী বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, এবং পূর্বের সবার কার্যকরী আলোচনা গুলো সবার সম্মুখে তুলে ধরা হয়, পরবর্তী আলোচনায় অত্র সংগঠনের একটি ব্যাংক একাউন্ট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, এবং তিনজনার মাধ্যমে সেই ব্যাংক একাউন্ট পরিচালিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়, যে তিনজন ব্যাংক একাউন্ট পরিচালনা করবে তার মধ্যে সভাপতি , প্রদীপ কুমার দেবনাথ,সাধারণ সম্পাদক মোঃ মামুন গাজী ও কোষাধ্যক্ষ আবু হাসান সাগর , সেখানে উল্লেখ করা হয় যেকোনো দুজনের স্বাক্ষরের ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যাবে, এই সিদ্ধান্ত সকলের সম্মতিতে গৃহীত হয়, অনুষ্ঠানে সংস্থার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মামুন গাজী, মিলাদ শেষে সকল শহীদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে এবং সকলের দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন দিপু, সহ-সভাপতি শাহিন সিকদার,সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ শাহিন, দপ্তর সম্পাদক, মোঃ জুনায়েদ ইসলাম, সদস্য মাহবুব আলম জুয়েল,সদস্য মোহাম্মদ সোলায়মান বেপারী, সদস্য চম্পা বেগম, সদস্য হুমায়ুন কবির, সদস্য মোঃ আব্দুল কাদের, সদস্য মোঃ সিদ্দিক মিয়া, সদস্য মোহাম্মদ নাজমুল ইসলাম শ্যামল, মোঃ নয়ন ইসলাম,মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যাবসায়ী সাগর সহ আরো অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ