গতকাল সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ২২/১ পুরনো পল্টন তোপখানা রোড পরিষদের হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠানটি হয় উক্ত সভায় সভাপতিত্ব করবেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম, প্রধান আলোচক সংস্থা মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত সভায় বক্তারা আলোচ্য বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে আলোচনা করেন, সংগঠনকে গতিশীল করতে নানা ধরনের যুক্তি পরামর্শের আলাপ আলোচনা পরে সংগঠনের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেয়া হয়, এর মধ্যে সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ ও সকল পর্যায়ের কমিটি গুলোকে শক্তিশালী করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি ও প্রধান আলোচক সহ বক্তারা সংগঠনের উন্নয়নের স্বার্থে সকলকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী, উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, লায়ন এবিএম সোবহান হাওলাদার, আশরাফুল আলম রঞ্জু, যুগ্ম মহাসচিব হাসান আলী, লায়ন শরিফুল ইসলাম, রাকিব উদ্দিন রানা, সহসাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান পিন্টু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আসফাক আহমেদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল বাশার, সহপ্রচার সম্পাদক গোলাম রব্বানী, প্রাণ ও দুর্যোগ পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল আলম, সহ দপ্তর সম্পাদক শাইদুল ইসলাম, সহ-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমারত হোসেন ইমাম, সাহিত্য পাঠাগার বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, নির্বাহী সদস্য রুবিনা আক্তার সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দুপুরের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।