নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এস এম রেজাউল ইসলাম রেজুকে সভাপতি ও মো. তসলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে আত্রাই উপজেলা বিএনপি’র ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু ও সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশের অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে ৬১ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ৪০ জনকে সদস্য করা হয়েছে। কমিটি ঘোষণার সময় জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, এই কমিটি আত্রাই উপজেলায় বিএনপি’র সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং জনগণের পাশে থেকে দলীয় কার্যক্রম এগিয়ে নেবে। আমরা স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সামনের দিনগুলোতে আরও বড় ভূমিকা রাখব।
সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ বলেন, এই কমিটির মাধ্যমে আমরা আত্রাইয়ে দলের কার্যক্রমকে গতিশীল করব। নতুন কমিটি দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে কাজ করবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
উল্লেখ্য, এই কমিটি গঠনের মধ্য দিয়ে আত্রাই উপজেলায় বিএনপি’র সংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে নেতাকর্মীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।