নওগাঁ জেলা প্রতিনিধি: উন্নয়ন সহায়তা তহবিল (বিশেষ) প্রকল্পের আওতায় ৪ নং পাঁচুপুর ইউনিয়নের ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১৬০ টি স্কুল
ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বেলা ২টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে ৪ নং পাঁচপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় এগিয়ে নিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা তারা আরও উৎসাহিত হবে, শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে।
অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মো. খবিরুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আজকের এই ব্যাগ বিতরণ উদ্যোগ আমাদের সমাজের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, প্রধান শিক্ষক মোঃ.কহিদল, মো. আব্দুর রহমান, মোছা. নূরজাহান, সহকারী শিক্ষক মো. আব্দুল বারিক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।