বিশেষ প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ফরিদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সদর থানা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন,এসিল্যান্ড শফিকুর রহমান, কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, আলিয়াবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু,গেরদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক ,কৈজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিক ফকির কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাদশা
কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন চর মাদবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মন্ডল
ডিগ্রীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান মিন্টু ফকির,।
এ সময় ফরিদপুর সদর উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস, মাটিকাটা, চাঁদাবাজি , প্রতিরোধে জনপ্রতিনিধি দের কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করার জন্য আহ্বান জানানো হয় ।