ফেনী প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলের হাফেজিয়া এলাকায় এক সড়ক দুর্ঘ’টনায় দুইজন নিহত হয়েছেন। রোববার(৭ই সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মহাসড়কের ঢাকামূখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার শ্যামলী পরিবহনের একটি বাস ও একটি ট্রাক জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ।
জানাগেছে, আজ সকালে লালপোলের হাফেজিয়া নামক স্থানে শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো -ব ১২-০২৪১) পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বালু ভর্তি একটি ট্রাককে। এতে বাসের চালক, সুপারভাইজার ও সহকারি মারাত্মক আহত হয়। হাইওয়ে থানার পুলিশ ও দমকল বা-হিনীর সদস্যরা আ*হত তিনজনকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হা’স”পাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃ*ত ঘোষনা করেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন। নিহতরা হলেন, বাসের সুপারভাইজার রবিউল ইসলাম ও সহকারি মোহাম্মদ রফিক।