বগুড়া প্রতিনিধ :-
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া সদর উপজেলার আওতাধীন ১০নং লাহিড়ীপাড়া ইউনিয়নের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সদর উপজেলার আহবায়ক শায়েস্তা খান, সদস্য সচিব রেজাউল সরকার রেজা এবং যুগ্ম আহবায়ক শেখ মো. রাসেলের যৌথ স্বাক্ষরে গত সপ্তাহে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে নুর আলমকে আহবায়ক এবং সোনা মিয়াকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন স্থানীয় তরুণ ও সক্রিয় রাজনৈতিক কর্মীরা, যারা দলীয় কার্যক্রমে ভূমিকা রাখবেন।
কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন—বগুড়া সদর কমিটির সদস্য মাসুদুর রহমান মাসুম, আতিকুর রহমান, আতিকুর রহমান (নয়ন), মুরশিদ ইসলাম, সাগর, শহর যুবদলের সহ-সভাপতি রায়হান শরিফ মাসুম, সারিয়াকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সামিউল হক সুমন, ৪নং ওয়ার্ডের সভাপতি গোফ্ফার আলী ডাবলু, সাধারণ সম্পাদক রাসেল রহমান, ২০নং ওয়ার্ডের আহবায়ক আব্দুল হাকিম, সদস্য সচিব আসলাম বিশ্বাস, রেজাউল, এরুলিয়া ইউনিয়নের আহবায়ক সোহেল রানা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটি লাহিড়ীপাড়া ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে। তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিয়ে কমিটি গঠন করায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই কমিটির নেতৃত্বে আগামী দিনে ইউনিয়নসহ উপজেলা ও জেলা পর্যায়ে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কার্যক্রম আরও শক্তিশালী হবে।
নবগঠিত আহবায়ক নুর আলম বলেন, “আমাদের এই কমিটি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করবে। দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে লাহিড়ীপাড়া ইউনিয়নের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রাখবে।”
এসময় উপস্থিত নেতারা দলের সাংগঠনিক ঐক্য বজায় রাখা, নতুন প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করা এবং জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।