বটিয়াঘাটায় গলা কাটা বস্তা ভর্তি অজ্ঞাতনামা লাস উদ্ধার
খুলনা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তেতুলতলা দশগেটের লবনচরা থানাধিন বস্তা ভর্তি অজ্ঞাত নামা গলা কাটা লাস উদ্ধার করা হয়েছে।জানা যায়,ইং ২৭/০৮/২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার আনুমানিক দুপুর ০১:০০ টার দিকে বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের তেতুলতলা দশগেট এর পশ্চিম দিক থেকে পূর্ব দিকের ৭নং গেটে এলাকা বাসী একটি বস্তা ভর্তি লাস দেখতে পায়।বিষয়টি লবন চরা থানা ও বটিয়াঘাটা থানাকে অবহিত করা হলে উভয় থানার প্রশাসন, নৌ পুলিশ, RAB 6 এর একটি টিম,এলাকা বাসী,সাংবাদিক ও সিটি এসবি, সহ গোয়েন্দ সংস্থার অন্যন্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত হন।প্রশাসন উপস্থিত হতে হতে লাসটি ভাটির পানিতে ভেসে কাজী বাছা নদীর অভিমুখে খালের পূর্ব দিকে দিকে লবনচরা থানাধীন আসে।লাসটি উঠানোর পরে সবার উপস্থিতিতে লাসটির বস্তা খোলা হয়।বস্তা খোলা হলে মাথায় কোপ ও গলা কাটা অবস্থায় দেখা যায়। এবিষয়ে খুলনা নৌ পুলিশ এসআই আবুল খায়ের জানান,লাসটির একনো কোন পরিচয় সনাক্ত করা যায় নি।লাসটির ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।