খুলনা প্রতিনিধি :
বটিয়াঘাটায় গৃহবধূ বিপাশার নিকট ৫ লক্ষ টাকা যৌতুক দাবি, একাধিক বিবাহের নায়ক স্বামী চয়নের নামে স্রী বিপাশার মামলা। মামলা সুত্রে জানা যায়,বটিয়াঘাটার মাইটভাঙ্গা গ্রামের মতিলাল জোদ্দার এর মেয়ে বিপাশা জোদ্দার(২৯) এর সাথে গত আনুমানিক আড়াই বছর আগে বটিয়াঘাটার দেবিতলা গ্রামের শিবপদ বিশ্বাস এর ছেলে চয়ণ বিশ্বাস( ৩৪) কালী মন্দিরে বিবাহ সম্পন্ন হয়। গত ১৪ জানুয়ারি স্বামী চয়ণ বিশ্বাস ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্যে একটি এফিডেভিট এর মাধ্যমে বিবাহ ঘোষণা করে স্ত্রী বিপাশাকে দেয়। উল্লেখ্য বিবাহের দিন বিপাশা জোদ্দার ও তার ভাই এর নিকট ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে। সে কারণে বিপাশার ভাই তাদের সুখের কথা ভেবে ওই দিনই একটি স্বর্ণের চেইন ও আংটি জামা কাপড় সহ সংসারের যাবতীয় মালামাল যাহার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা প্রদান করেন। তখন থেকে বিপাশা তার স্বামী চয়ন কে নিয়ে ঢাকার বাসা বাড়ি ও গ্রামের বাড়িতে পরম সুখে দিনাপাত করতে থাকে। কিছুদিন পার হতে না হতে স্বামী চয়ণ বিশ্বাস তার স্ত্রীকে ভাইয়ের নিকট থেকে ৫ লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলে।
বিপাশা ও তার ভাই খোঁজ নিয়ে জানতে পারে চয়ন বিশ্বাস মোবাইলে জুয়া ও জুয়ার আসরে জুয়া খেলে রাত কাটাতো । বিষয়টি জেনে উক্ত যৌতুকের টাকা এনে দিতে রাজি না হওয়ায় গৃহবধূ বিপাশা কে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন গৃহবধূর বিপাশা নিরুপায় হয়ে ভাইয়ের বাড়িতে চলে আসে পরবর্তীতে ভাই এর বাড়িতে সর্ব শেষ ২১শে মার্চ তারিখে শালিশী সভায় স্বাক্ষিগনের সম্মুখেও স্বামী চয়ন বিশ্বাস বলে যৌতুকের টাকা না পেলে বিপাশা কে ছেড়ে অন্যত্র বিবাহ করিবে বলিয়া ঘোষণা দেন।তখন বাধ্য হয়ে স্বামী চয়ণ বিশ্বাস এর নামে যৌতুক নিরোধ আইনে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী বটিয়াঘাটা খুলনা আদালতে একটি সি আর ২০২/২৫ নং মামলা দায়ের করেন।