• বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ খুলনা বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউপি সচিবের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আশুলিয়ায় গণঅভ্যুত্থান স্মরণে আমিনুল হক: “শোককে শক্তিতে রূপান্তর করতে হবে” নওগাঁর আত্রাইয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আমিনুল হক: সত্য বললে আর মামলা-নির্যাতন হবে না তৃণমূল বিএনপি’র একজন কর্মী হিসেবে দলের জন্য আজীবন কাজ করতে চাই – সাইদুল ইসলাম বানারীপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট  ও সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়িয়ায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিক্ষার্থীদের মনোবল ফেরাতে মাইলস্টোনেচালু হলো ‘বিশেষ কাউন্সেলিং সেবা’ জুয়া উচ্ছেদ করায় এসআই আনোয়ার ও সাংবাদিকদের হুমকি “হকার খোকার চক্রের হাতে জিম্মি সততা

বানারীপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট  ও সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

  

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (পিবিজিএসই) স্কিমের আওতায় ২০২২-২০২৩ সালের এসএসসি/ সমমান, এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৯ জুলাই সোমবার বেলা ২ ঘটিকায় উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর’র  সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেনের সঞ্চালনায  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফকরুল ইসলাম মৃধা, ওসি তদন্ত শতদল মজুমদার। এসময় অন্যানের মধ্যে বক্তৃতা সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হাওলাদার, প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক জাকির হোসেন, নিটুল মন্ডল, গবেষণা কর্মকর্তা, বরিশাল জেলা শিক্ষা অফিস, সাংবাদিক ইলিয়াস শেখ, সিনিয়র যুগ্ন সম্পাদক মাইদুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন  সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শ্রেষ্ঠত্ব  অর্জন করা আসলেই অনেক গর্বের বিষয়। তাই শ্রেষ্ঠ শিক্ষার্থী হতে হলে অবশ্যই পড়াশোনা মনোযোগী হতে হবে পাশাপাশি পিতা-মাতাকেও সচেতন হতে হবে তাহলে আজকের যারা গর্বিত বাবা মা হয়েছেন তাদের মত আপনারাও গর্বিত পিতা মাতার ভূমিকা অবতীর্ণ হতে পারবেন। একাডেমিক সুপারভাইজার বলেন প্রতিটি ছেলেমেয়ের অবশ্যই লেখাপড়ায় কঠোর অধ্যাবসায়ী এরকম শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করতে হবে। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আজকে অনুষ্ঠানের তারতম্য সকলের মাঝে ব্যাপকভাবে প্রচার করে দিতে যাতে পরে শিক্ষার্থীরা আর উদ্বুদ্ধ হয় লেখাপড়ার প্রতি। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (পিবিজিএসই) স্কিমের আওতায় ২০২২-২০২৩ সালের এসএসসি/ সমমান, এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ ৩৬ জন  শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। 


এই বিভাগের সব খবর
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930