• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়িয়ায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিক্ষার্থীদের মনোবল ফেরাতে মাইলস্টোনেচালু হলো ‘বিশেষ কাউন্সেলিং সেবা’ জুয়া উচ্ছেদ করায় এসআই আনোয়ার ও সাংবাদিকদের হুমকি “হকার খোকার চক্রের হাতে জিম্মি সততা বৈষম্যহীন বাংলাদেশের জন্যকাজ করতে চাই – নাহিদ ইসলাম খুলনা বটিয়াঘাটায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডির একটি বাসায় গলায় ফাঁস দিয়ে শিশু গৃহ কর্মির আন্তহত‍্যা তুরাগে ৩১২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চায় বিএনপি- আমিনুল হক গাজীপুরে বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা ও নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা

সারা দেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চায় বিএনপি- আমিনুল হক

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক।

সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে ‘জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, একটি সুস্থ জাতি গঠনের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। তাই বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলাকে গুরুত্ব দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”

পতিত স্বৈরাচার সরকারের সমালোচনা করে আমিনুল হক বলেন, “গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী সরকার ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণভাবে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে। কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছি। তিনি স্পষ্টভাবে আশ্বস্ত করেছেন, বিএনপি ভবিষ্যতে ক্রীড়াঙ্গনকে দলীয় স্বার্থে ব্যবহার করবে না।”

তিনি বলেন, “আমরা দল-মত নির্বিশেষে একটি সুস্থ, মানবিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ, স্বাস্থ্যখাতসহ সব সেক্টরে সংস্কার আনা হবে। ইনশাআল্লাহ, জনগণ আমাদের নির্বাচিত করলে ক্রীড়াঙ্গনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

এসময় সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালি সাব্বির, ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, মঈনুল হক মঈন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী, মহনগর সদস্য নূরুল হুদা ভূইয়া নূরু, ক্রীড়া সংগঠক আবু হুরাইরাসহ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের সব খবর
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930