নওগাঁ জেলা প্রতিনিধি:”জুলাইয়ের যোদ্ধারা, আমরা তোমাদের ভুলে যেতে দেবো না”-এই প্রতিপাদ্যকে ধারণ করে সার্কেল নওগাঁর আয়োজনে ‘ফিরে দেখা জুলাই’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সদর উপজেলা অডিটরিয়ামে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে দিনব্যাপী এ আয়োজন সমাপ্ত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের সৈনিকরা যদি তাদের রক্ত না দিতেন,
যদি সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ না হতেন, তবে আজ আমরা মুক্তভাবে কথা বলার সুযোগ পেতাম না। তাদের আত্মত্যাগের ফলেই আজ আমরা ন্যায়বিচার ও মুক্তির কথা বলতে পারছি।
সকাল ১০টায় নওগাঁ ড্যাফোডিল স্কুলে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়। কুইজে তিন গ্রুপে ১৯টি দল এবং চিত্রাংকনে প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
সার্কেল নওগাঁর সভাপতি জোবায়ের বিন কাফীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, তানজিম বারী ও সাধারণ সম্পাদক মোহতাসিম কবির সাদিক প্রমুখ।