সোনাগাজী প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজী মুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে কাউকে আটক করতে না পারলেও ৬০হাজার সিএফটি বালু সহ ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
শুক্রবার বেলা ১১টায় নবাবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড় রঘুনাথপুর এলাকায় দাওয়াখানা কারখানা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা বলেন, অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধ নিয়মিত মামলা সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন।