• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আমিনুল হক: সত্য বললে আর মামলা-নির্যাতন হবে না তৃণমূল বিএনপি’র একজন কর্মী হিসেবে দলের জন্য আজীবন কাজ করতে চাই – সাইদুল ইসলাম বানারীপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট  ও সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়িয়ায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিক্ষার্থীদের মনোবল ফেরাতে মাইলস্টোনেচালু হলো ‘বিশেষ কাউন্সেলিং সেবা’ জুয়া উচ্ছেদ করায় এসআই আনোয়ার ও সাংবাদিকদের হুমকি “হকার খোকার চক্রের হাতে জিম্মি সততা বৈষম্যহীন বাংলাদেশের জন্যকাজ করতে চাই – নাহিদ ইসলাম খুলনা বটিয়াঘাটায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডির একটি বাসায় গলায় ফাঁস দিয়ে শিশু গৃহ কর্মির আন্তহত‍্যা তুরাগে ৩১২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তুরাগে ৩১২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বিশেষ সংবাদদাতা : রাজধানী
তুরাগের ধউর এলাকা থেকে ৩১২ বোতল ফেন্সিডিল সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ৯ লাখ ৩৬ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার জীবন নগর সেনেরহুদা গ্রামের মৃত মাহতাব হোসেনের পুত্র মোঃ নাগর হোসেন (৩২) ও একই এলাকার মোঃ সোহেল রানা’র পুত্র মোঃ শিমুল (২১)।

আজ সোমবার তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার আনুমানিক দুপুর পৌনে একটার দিকে গোপন তথ্যের ভিওিতে তুরাগের ধউর এলাকায় পুলিশ চেকপোস্টে এস,আই মামুনুর রশিদ ও এস,আই শহিদের নেতৃত্ব একটি চৌকস টিম তল্লাশি অভিযান পরিচালনা করে মাদকের এ চালানটি জব্দ করেন।

ওসি আরো জানান, এদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। জব্দকৃত মাদকের বাজার মূল আনুমানিক প্রায় ৯ লাখ ৩৬ হাজার টাকা।

পুলিশ সুত্রে জানা যায়, ফেনসিডিলের এই চালানটি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মাদক ব্যবসায়ী মোমেনার নিকট পৌঁছে দেয়ার কথা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানান, তারা চুয়াডাঙ্গা থেকে সবজির গাড়ীতে পেন্সিল বস্তাবন্দি করে অত্যন্ত গোপনীয় ভাবে ৩১২ বোতল ফেনসিডিল ঢাকায় নিয়ে আসছিল।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


এই বিভাগের সব খবর
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930