মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে সাম্প্রতিক মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে গভীর মানসিক সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় তাদের মানসিক আঘাত কমাতে “বিশেষ কাউন্সেলিং সেবা” চালু করেছে কলেজ কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শাহ বুলবুল গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান , এই কাউন্সেলিং ইউনিটে প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কাউন্সেলররা শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন। একইসঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকেও করা হয়েছে চিকিৎসা ক্যাম্প।
শাহ বুলবুল জানান, কলেজ ক্যাম্পাসে সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের সহায়তা করতে কলেজ কর্তৃপক্ষ এই বিশেষ কাউন্সেলিং সেবা চালু করেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। কলেজ ভবনের নির্ধারিত স্থানে প্রশিক্ষিত কাউন্সেলরদের মাধ্যমে মানসিক সহায়তা দেওয়া হচ্ছে। যেসব শিক্ষার্থী দুর্ঘটনার পর থেকে আতঙ্ক, ঘুমের সমস্যা বা মানসিক চাপ অনুভব করছেন, তারা সরাসরি এই সেবা গ্রহণ করতে পারছেন।
এছাড়া, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসেবা দিতে বাংলাদেশ বিমান বাহিনী কলেজ প্রাঙ্গণে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্প চালু থাকবে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা
শাহ বুলবুল বলেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি। কাউন্সেলিং ও চিকিৎসাসেবার পাশাপাশি প্রশাসনিকভাবেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু আরও এক দফা পিছিয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে ছুটি বাড়িয়ে আগামী ২ আগস্ট (শনিবার) পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান,পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের সুরক্ষা ও মানসিক স্থিতি পুনঃস্থাপনই আমাদের মূল লক্ষ্য। তাই আবার ছুটি বাড়ানো হয়েছে। তবে ছুটির মধ্যেও প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।
এদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম গনমাধ্যমকে বলেন, আমাদের দিয়াবাড়ি ক্যাম্পাস আগামী ২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। তবে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তারা ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরতে প্রস্তুত হচ্ছেন। সবকিছু ঠিক থাকলে দ্রুতই ক্লাস শুরুর সিদ্ধান্ত নিতে পারবো।
উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহত এবং দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনার পরদিনই তিন দিনের ছুটি ঘোষণা করা হয় কলেজে। এরপর দ্বিতীয় দফায় ২৭ জুলাই পর্যন্ত ও তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী শনিবার পর্যন্ত করা হয়েছে।