• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আমিনুল হক: সত্য বললে আর মামলা-নির্যাতন হবে না তৃণমূল বিএনপি’র একজন কর্মী হিসেবে দলের জন্য আজীবন কাজ করতে চাই – সাইদুল ইসলাম বানারীপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট  ও সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়িয়ায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিক্ষার্থীদের মনোবল ফেরাতে মাইলস্টোনেচালু হলো ‘বিশেষ কাউন্সেলিং সেবা’ জুয়া উচ্ছেদ করায় এসআই আনোয়ার ও সাংবাদিকদের হুমকি “হকার খোকার চক্রের হাতে জিম্মি সততা বৈষম্যহীন বাংলাদেশের জন্যকাজ করতে চাই – নাহিদ ইসলাম খুলনা বটিয়াঘাটায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডির একটি বাসায় গলায় ফাঁস দিয়ে শিশু গৃহ কর্মির আন্তহত‍্যা তুরাগে ৩১২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে ব্রিজের বিকল্প রাস্তা পানিতে ডুবে যাওয়া জনদুর্ভোগ চরমে

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাজ দুই মাসেও শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অপরিকল্পিত ভাবে বিকল্প রাস্তা তৈরি করায় তা পানির নিচে তলিয়ে যাওয়ায় এখন এলাকার হাজার হাজার মানুষ নৌকা নির্ভশীল হয়ে পড়েছেন।

আত্রাই উপজেলার শাহাগোলা-ভবানীপুর সড়কের তারাটিয়া নামক স্থানে রতন ডারার (খালের) উপর একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। ব্রিজটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হতে নতুন করে ব্রিজ নির্মাণের দরপত্র আহবান করা হয়। সে অনুযায়ী প্রায় দুই বছর পূর্বে ব্রিজটি ভেঙে ফেলা হয়।

এদিকে ব্রিজটি ভাঙার পর জনসাধারণের চলাচলের জন্য একটি বিকল্প রাস্তায় খালের উপর একটি কাঠের সাঁকো তৈরি করা হয়। সাঁকোটি অপরিকল্পিত ভাবে খুবই নিচু করায় গত বছরে বর্ষা মৌসুমে খালের পানি বৃদ্ধি পেতে না পেতে সাঁকোটি পানির নিচে তলিয়ে যায়। ফলে ওই এলাকার হাজার হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

এদিকে চলতি বর্ষা মৌসুমের আগে ব্রিজের কাজ শেষ করার কথা থাকলেও কাজে ধীর গতি হওয়ায় এবারও বিকল্প রাস্তার সাঁকোটি পানির নিচে তলিয়ে যায়। এখন ওই এলাকার হাজার হাজার মানুষের নৌকা নির্ভরশীল হতে হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে ওই খালে নৌকা পারপার ফ্রি হওয়ার কথা থাকলেও একটি মহল টাকা ছাড়া যাত্রী পারাপার করছেন না।

তারা সম্পূর্ণ অনুনমোদিত ভাবে জোর পূর্বক যত্রীদের কাছ থেকে টাকা আদায় করছেন। এ নিয়ে বর্ষা মৌসুমের শুরুর দিকে সেখানে জটিলতা সৃষ্টি হলে স্থানীয় প্রভাবশালী মহল ফ্রি নৌকা পারাপারের কথা বললেও কার্যক্রেত্রে তা মানা হচ্ছে না। মাত্র ৫০ মিটার পানি পারাপারে ৫ থেকে ১০ টাকা করে আদায় করা হচ্ছে।

তারাটিয়া গ্রামের ডিএস জাহিদ বলেন, এ রাস্তা দিয়ে আমাদের এলাকার ৬/৭ গ্রামের লোকজন চলাচল করে থাকেন। সেই সাথে স্কুল কলেজের অনেক শিক্ষার্থীরাও এ রাস্তা দিয়ে চলচল করে। বর্ষা মৌসুমে বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল পারাপার করতে হচ্ছে।

দ্রুত ব্রিজের নির্মাণ কাজ শেষ করলে আমরা অনেক উপকৃত হবো। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নিতিশ কুমার বলেন, এ ব্রিজের দরপত্র আহবান থেকে শুরু করে কার্যাদেশ সংক্রান্ত যাবতীয় বিষয় নওগাঁ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় হতে পরিচালিত। আমরা শুধু দেখাশুনার দায়িত্বে রয়েছি। তবে যতদ্রুত সম্ভব ব্রিজের নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।



এই বিভাগের সব খবর
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930