ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের অংশ হিসাবে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মঙ্গলবার (২৯ জুলাই) পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম ও পৌর প্রশাসক মেহেরুন্নাহার।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুনর রশীদ সহ পৌর সভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের দিন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের আওতাধীন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন পুকুর পরিস্কার করা হয়।