ঢাবি প্রতিনিধি:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে শুরু হওয়া এ অবরোধে রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক অচল হয়ে পড়ে, আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স শিরোনামের এ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা জানান, প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশের অবকাঠামো খাত হুমকির মুখে পড়বে। তাই তারা এই আন্দোলনে নেমেছেন।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কার্যালয়ে ডেকে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ঊঊঊ) বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গলা কেটে হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বুয়েটসহ দেশজুড়ে প্রকৌশল শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দেন।