তুরাগ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ঢাকা মহানগর (উত্তর) এর যুগ্ন আহবায়ক ও সাবেক তুরাগ থানার সভাপতি জমির বখশ এর প্রয়াত পিতা মোহাম্মদ জলিল বখশ’র সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট, ২০২৫) বাদ আসর পরিবারের পক্ষ থেকে নিহতের আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয় মসজিদে বিশেষ দোয়া- মাহফিলের আয়োজন করা হয়েছে । এসময় নিহতের পরিবারের সদস্য, আত্নীয় স্বজন এলাকাসি ও মুসল্লিরা মোনাজাতে অংশ নেয়।
নিহতের পুত্র ও জাসাস নেতা জমির বখশ জানান, ১৯১৮ সালে ৭ আগস্ট আমার পিতা মোহাম্মদ জলিল বখশ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তুরাগের রাজাবাড়ী (বাইলজুরি) এলাকার মরহুম ইমাম বখশ এর পুত্র ছিলেন তিনি।