নিজস্ব প্রতিবেদকঃ
লায়ন নুর ইসলামের নির্বাচনী এলাকা নড়াইল ২ এ গণধিকার পরিষদের সভাপতি গণ মানুষের নেতা গণ বন্ধু ভি,পি নূরকে ফুল দিয়ে বরণ করে নেয় হাজার হাজার মানুষ,,,,
গত শুক্রবার, যশোর গন সমাবেশে যোগদান সফরে লায়ন নুরের নির্বাচনী এলাকা নড়াইল ২ এর লোহাগড়ার কালনা ঘাট মসজিদে নেতাকর্মীসহ জুম্মার নামাজ আদায় করেন। জুম্মার নামাজ আদায় শেষে ভিপির নূর তার নড়াইলের প্রতিনিধি হিসেবে লায়ন নুর ইসলামকে পরিচয় করিয়ে দেন।একইসঙ্গে ভি,পিনুর ও লায়ন নুর মসজিদের সভাপতির নিকট মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ অর্থ ও সিমেন্ট হস্তান্তর করেন ও দেশ ও মানুষের জন্য দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গণবাধিকার পরিষদের ত্যাগী ও সংগ্রামী নেতা সাধারণ সম্পাদক, জনাব,রাশেদ খান।অন্যান্যনেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ও নড়াইল জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।