বগুড়া সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া সদর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সারাদিন ব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচি আয়োজন করেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ রেজাউল সরকার রেজা, এবং তত্বাবধান করেন সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ রাসেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সংগ্রামী সভাপতি মোঃ আব্দুল আজিজ হিরা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি নিপন। এছাড়া সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ সভাপতি আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান কোমল এবং কোষাধ্যক্ষ জিন্নাতুল ইসলাম জিন্নাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সদর উপজেলার আহ্বায়ক সায়েস্তা খান, সদস্য মাসুদুর রহমান মাসুম, আতিকুর রহমান, আতিকুর রহমান (নয়ন), শহর যুব দলের সহ-সভাপতি রায়হান শরিফ মাসুম, সারিয়াকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সামিউল হক সুমন, ২০নং পৌর ওয়ার্ডের আহ্বায়ক আব্দুল হাকিম ও সদস্য সচিব আসলাম বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, এম আর ইসলাম মিন্টু, ৪নং পৌর ওয়ার্ডের সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক রাসেল রহমান এবং ৪নং এরুলিয়া ইউনিয়নের আহ্বায়ক সোহেল রানা সহ বিভিন্ন নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে নেতৃত্বরা পরিবেশ রক্ষা ও গাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি দলের ঐক্য ও সামাজিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন।