নওগাঁ প্রতিনিধি : মহান বিজয় দিবসের চেতনায় যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে নওগাঁর মান্দা উপজেলার ৩নং পরানপুর ইউনিয়নে আয়োজন করা হয় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট। ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে পরানপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ৬নং ওয়ার্ড যুব একাদশ ও পরানপুর ইউনিয়ন যুব একাদশ। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ২-২ গোলে সমতা বজায় রাখে। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে রোমাঞ্চকর লড়াই শেষে ৬নং ওয়ার্ড যুব একাদশ ৫-৪ গোলে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স, শৃঙ্খলাবদ্ধ খেলা ও দর্শকদের করতালি পুরো পরিবেশকে করে তোলে আনন্দঘন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পরানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাছির উদ্দিন, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত, যুব জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মালেক বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে একটি সুস্থ, নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই।”
খেলা শেষে বিজয়ী দল ৬নং ওয়ার্ড যুব একাদশের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। একই সঙ্গে রানার্সআপ দলকেও সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন অব্যাহত থাকবে।