• রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
পীরগঞ্জে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মোঃ আব্দুর রশিদ যশোর-৬ (কেশবপুর) বি এনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মনোনয়ন প্রত্যাশী অমেলেন্দু দাস অপু নির্বাচনী অঙ্গীকার যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর নির্বাচনী অঙ্গীকার বগুড়ায় প্রজন্মদলের সাংগঠনিক আলোচনা ও প্রস্তুতি সভা  ফেনীতে হত্যার ২৪ ঘন্টা আগে রহস্য উন্মোচন: আলামত উদ্ধার,আসামি গ্রেফতার সোনাগাজীর নবাবপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান ফরিদপুরের ভাঙ্গায় ব্যতিক্রমধর্মী ডোঙা বাইচ অনুষ্ঠিত দীর্ঘ ১ বছর পর আত্রাইয়ে এসিল্যান্ড পদে যোগদান, জমি সংক্রান্ত সেবায় স্বস্তি পাবে জনগণ বেনাপোল গলায় ফাঁস দেওয়া যুবকের মরাদেহ উদ্ধার কেশবপুরে অমলেন্দু দাসের গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণ

সাভার ও আশুলিয়ায় বিএনপির সদস্য নবায়ন ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ।

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে সাভার থানা ও আশুলিয়া থানা এলাকায় আজ বৃহস্পতিবার নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি পালিত হয়েছে। একইসঙ্গে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে পরিচালিত “অশ্লীল ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে” আয়োজিত হয় একটি বিক্ষোভ সমাবেশ।

সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কর্মসূচির প্রথম পর্বে দলভুক্তকরণ ও নবায়ন কার্যক্রম চললেও পরে দেশের গণতন্ত্রবিরোধী অপশক্তির বিরুদ্ধে এবং তারেক রহমানকে নিয়ে ইচ্ছাকৃত কুৎসা রটনার প্রতিবাদে একত্রিত হন সহস্রাধিক নেতাকর্মী।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। তাঁর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু জনগণ জানে—এটি একটি ষড়যন্ত্র। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

সাভার থানা বিএনপির এক নেতা জানান, “আমাদের এই সদস্য নবায়ন কার্যক্রমের মাধ্যমে প্রমাণ হয়েছে—বিএনপি এখনও দেশের মানুষের মনে গেঁথে আছে। দমন-পীড়ন নয়, জনগণের ভালোবাসাই আমাদের শক্তি।”
আশুলিয়া থানা বিএনপির পক্ষ থেকেও শান্তিপূর্ণ বিক্ষোভ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিএনপি ও তারেক রহমানকে কেন্দ্র করে বেশ কিছু অশালীন ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে, যা নিয়ে দেশব্যাপী ক্ষোভ বিরাজ করছে। দলটি এই প্রচারণাকে গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র বলে আখ্যা দিয়ে সারাদেশেই প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে।


এই বিভাগের সব খবর
August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031