খুলনা প্রতিনিধি :অব্যাহত খুন, সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য পরিণত হওয়া খুলনার পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সমাবেশ ও মিছিল করে।
আজ খুলনা কে ডি ঘোষ রোডস্থ বিএন পির দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগরের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে একমাস বিএনপির নেতাকর্মীরা খুলনা মহানগরীর বিভিন্ন ধর্মীয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। ওই সময়ে খুলনায় কোন হত্যাকান্ড ঘটেনি। কিন্তু বর্তমান পুলিশ কমিশনার দায়িত্ব নেয়ার ১০ মাসে খুলনায় ২৮টি হত্যকান্ড সংগঠিত হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছি, মিছিল করেছি, স্মরকলিপি দিয়েছি কিন্তু পুলিশ প্রশাসন তাতে কোন ধরণের কর্ণপাত করেনি। দৌলতপুরে যুবদল নেতা মাহবুব হত্যাকান্ডের দায় খুলনার পুলিশ কোনভাবেই এড়াতে পারে না।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মিজানুর রহমান মিলটন, নাসির উদ্দিন, ও যুবদলের আব্দুল আজিজ সুমন প্রমুখ।