খুলনা প্রতিনিধি : খুলনা-৬ (পাইকগাছা- কয়রা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম কাগজি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। গতকাল খুলনা জেলার পাইকগাছা থানার হরিঢালী ইউনিয়ন এর মাহমুদ কাঠি খেয়া ঘাটে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেব ভদ্রের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমানুষের নেতা সাংবাদিক জগতের আইকন জিয়া ফাউন্ডেশন এর পরিচালক মোঃ আমিনুল ইসলাম কাগজি। তিনি এ সময় বলেন আমি সব সময় পাইকগাছা কয়রা এলাকার সাধারণ মানুষের সঙ্গে ছিলাম আছি থাকবো। যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের সাথে নিয়ে বিএনপি ধানের শীষ প্রতীক কে বিজয়ী করবো ইনশাল্লাহ। তিনি এ সময় আরো বলেন অবশ্যই আপনারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন, আমরা পাইকগাছা কয়রা এলাকার জনসাধারণ সব সময় অবহেলিত রয়েছি। বিগত দিনে যখন যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা নিজেদের ভাগ্যের উন্নয়নে কাজ করেছে । এলাকার তেমন কোন উন্নয়ন লক্ষনীয় নয়। আমরা এমন একটি নেতা চাই যিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। অবহেলিত জনপদের জনগণের দুঃখ দুর্দশা বুঝবেন। বিএনপি নেতা শেখ জাকির হোসেন এর সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছার কৃতি সন্তান সচিব তোহিদুর রহমান,এসময় আরো উপস্থিত ছিলেন এক নম্বর হরি ঢালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মীর আছাফুর রহমান, মোঃ কাশেম, মোঃ মাহবুব, মোঃ হারুন গাজী, যুগল বিশ্বাস, কার্তিক বিশ্বাস, দুলাল বিশ্বাস, আব্দুল খালেক,, রহমান প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক অড বিএনপির সভাপতি মোঃ শুকুর আলী। এই সময় অসহায় রোগীদের ঢাকাতে চিকিৎসার জন্য ব্যবস্থা করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম কাগজি । তিনি এ সময় বলেন, আমরা এলাকার মানুষের সূচিকিৎসার ব্যবস্থা নিজ উদ্যোগে করছি। আপনাদের সহযোগিতা পেলে এলাকার জনসাধারণের উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। আমরা চাই দেশের সুশাসন ও জনগণের কল্যাণ নিশ্চিত হোক। এই গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনগণের কাছে আমাদের পরিকল্পনা ও নীতি পৌঁছে দিচ্ছি।