বিশেষ প্রতিনিধি :
জুলাই অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত রাজধানীর যাত্রাবাড়ী থানা যুবদলের উদ্যোগে ৬৪ নং ওয়ার্ডস্থ শাহজালাল রোড পুরান কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০ এর গন আন্দোলনের তুখোড় ছাত্রনেতা খ্যাত শওকাত কবির নান্টু। আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠন ও সংগঠনের নেতাকর্মী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা শওকাত কবির নান্টু বলেন, অনেক ত্যাগ তিতিক্ষা ও একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি।এ সংগ্রামে দেশের সাধারণ মানুষ অংশ নেয়,বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন রাজপথে থেকে দেশকে নতুনরূপে ফিরিয়ে আনে।আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণে রাখবো। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমবেতভাবে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।শেষে জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।