সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মো: মনির হোসেন। সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন থানার সাংগঠনিক সম্পাদক মো: ফেরদাউস বিজয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জনাব জি.এম. সুমন মুন্সি।
তিনি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়—এটি একটি যুগান্তকারী রূপকল্প। সেই লক্ষ্য বাস্তবায়নে সৈনিক দলের প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে।