• বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয়: আমিনুল হক নির্বাচনের আগে পুলিশের এসপি-ওসি’দের বদলি হবে লটারির মাধ্যমে- স্বরাষ্ট্র উপদেষ্টা আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় ওএমএস কর্মসূচির ডিলার নিয়োগ খুলনা বটিয়াঘাটায় ছাত্র- জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ঢাকা জেলার সভাপতি এ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে ঢাকার ধামরাইয়ে বিজয় মিছিলে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বটিয়াঘাটায় জামায়াতে ইসলামী গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশে স্বচ্ছ ও প্রতিহিংসামুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ার অঙ্গীকার বিএনপির – আমিনুল হক যাত্রাবাড়ী থানা যুবদলের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের রুহের মাগফেরাত ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

দেশে স্বচ্ছ ও প্রতিহিংসামুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ার অঙ্গীকার বিএনপির – আমিনুল হক

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে স্বচ্ছ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নের লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো স্বৈরাচারের জন্ম হবে না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আর কোনো সন্তান যেনো তার পিতা বা মাতা হারায় না, কোনো স্ত্রী যেন তার স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে না পড়ে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই বিশ্বাস এবং আস্থা থেকেই আমাদের নেত্রীত্ব নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তরিকতা ও নিষ্ঠার সাথে যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন, তা বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্রে রূপ নেবে। তিনি যখন দেশের মাটিতে ফিরে আসবেন, তখন আল্লাহর রহমতে সকল স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”

আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগ করেছে জুলুম নির্যাতন, ক্ষমতার প্রভাবে সাধারণ মানুষকে দমন করেছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আওয়ামী লীগ যা করেছে, আমাদের করতে হবে তার বিপরীত। আমরা জনগণের পাশে থেকে সেবা করব, নির্যাতন নয়।”

সমাজ থেকে মাদক নির্মূলের অঙ্গীকার করে তিনি বলেন, “আপনারা যদি গোপনে মাদক ব্যবসায়ীদের নাম দেন, তাহলে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় মাদকমুক্ত সমাজ গড়তে পারব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, আমি আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো ইনশাআল্লাহ।”

নিজের খেলোয়াড়ি জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি দেশের হয়ে ১৭ বছর ফুটবল খেলেছি, নেতৃত্ব দিয়েছি। এখন আমি আপনাদের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি চাই, আল্লাহ যেন আমাকে আপনাদের ভালো কাজের জন্য বাঁচিয়ে রাখেন।”

এলাকাবাসীর উদ্দেশে নির্বাচনী প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, “আপনারা যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেন, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—এই এলাকার খেলার মাঠ, ড্রেনেজ, জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সমস্যার সমাধান অগ্রাধিকার ভিত্তিতে করা হবে ইনশাআল্লাহ।”

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে দুপুরে পল্লবীর ২ নম্বর ওয়ার্ডে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরনে আতাউর রহমান ও নাজির ইনান ফাউন্ডেশন এর আয়োজনে এক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন তিনি।
বিকেলে পল্লবী থানা যুবদলের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন আমিনুল হক।


এই বিভাগের সব খবর
August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031