• মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বটিয়াঘাটায় গৃহবধূ বিপাশার নিকট ৫ লক্ষ টাকা যৌতুক দাবি, একাধিক বিবাহের নায়ক স্বামী চয়নের নামে মামলা ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর রাজবাড়ী জেলা ডিবি পুলিশের সফল অভিযানে শীর্ষ সন্ত্রাসী আজিম গ্রেফতার শ্রীপুরে নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রামুতে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, নারীসহ দুজন আটক বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত সুন্দরবনে অভয়ারণ্য থেকে মাছ ধরার সরঞ্জামসহ ৮ জেলে আটক ৩০ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং-পোলিং কর্মকর্তার প্যানেল গঠনের নির্দেশ ইসির সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

উপদেষ্টারা ক্ষমতার লোভে পরে গেছে – আমিনুল হক

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার সংষ্কার বলছে মুখে মুখে কিন্তু বাস্তবে তারা সংষ্কার চান না, তারা স্বৈরাচারের বিচারের কথা বলছে মুখে মুখে কিন্তু বাস্তবে তারা বিচার করতে চান না। কারন অন্তবর্তী সরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পরে গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁও ইসলামি ফাউন্ডেশনে ইসলামিক ফাউণ্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্হপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, দীর্ঘ ৯ মাসে আমরা দেখেছি অন্তবর্তীকালীন সরকার সংষ্কার ও স্বৈরাচারের বিচারের অজুহাতে নির্বাচন না দিয়ে ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করে রাখার পাঁয়তারা করছে। তারা সংষ্কারের কথা বললেও নূন্যতম কোনো সংষ্কার আমরা দেখছি না। স্বৈরাচারের বিচারের কথা বললেও উল্টো তারা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিয়ে রেখেছে। গণমাধ্যমে স্বৈরাচারের পক্ষে যারা বড় বড় কথা ও গলাবাজি করেছে, তারা এখনও পর্যন্ত বহাল তবিয়তে বসে আছে। তাদেরকে রেখে কিভাবে সংষ্কার করা সম্ভব। কারন তারা (অন্তবর্তীকালীন) নিজেরাই ক্ষমতার লোভে পরে গেছে।

অন্তবর্তীকালীন সরকারকে নিয়ে অভিযোগ করে এসময় তিনি বলেন-
গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার যে আচরণ করেছে। গত ৯ মাসের ভিতরে এই অন্তবর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাদের মধ্যে আমরা সেই ধরনের আচরণ দেখেছি।

এসময় অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক আরও বলেন, আপনারা ভূলে যাচ্ছেন, স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে পালিয়েছে; হয়তোবা স্বৈরাচার শেখ হাসিনার ১৭ বছর লাগছে। আপনাদের এতো বেশী সময় লাগবে না।

এসময় তিনি বলেন, অন্তবর্তী সরকারকে ব্যর্থ করতে বহু দেশি বিদেশি ষড়যন্ত্রকারী কাজ করে চলেছে। যেহেতু আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি, আমরা দৃঢ় ভাবে বলতে চাই, বিএনপি সবসময় এই সরকারের সাথে রয়েছে বলে- কোনো ষড়যন্ত্র অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে পারবে না।

সংষ্কারের প্রসঙ্গ টেনে অন্তবর্তী সরকারকে আমিনুল হক আরও বলেন, আপনারা সংষ্কারের কথা বলেন আমরাও বলি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা দিয়েছেন। সেখানে ৩১ দফার ভিতরে বাংলাদেশের পরিপূর্ণ সংষ্কারের কথা বলা হয়েছে। বিএনপির ৩১ দফা রূপরেখায় তারেক রহমান যেই বিষয়টি উল্লেখ যোগ্য করেছেন- যার জন্য আমরা গত ১৭ বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে। জনগণের সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এসময় তিনি সকলকে ঐকবদ্ধ ও সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, আপনাদের ভিতরে ষড়যন্ত্রকারী ঢুকে গেছে। আপনাদেরকে বিভ্রান্ত ও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কোনো ধরনের বিভ্রান্ত ও বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। কোনো ষড়যন্ত্রকারী ও বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে স্হান নেই। রাষ্ট্রীয় ভাবেও তাদের রাখা যাবে না।

ইসলামিক ফাউণ্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও শ্রমিকদল জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ বারী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, শ্রমিকদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম মনজু, শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব কামরুল জামান, শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ প্রমুখ।


এই বিভাগের সব খবর
September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031