স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩ উপজেলায় পৃথকভাবে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাহিরপুর, দোয়ারাবাজার ও ধর্মপাশা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
তাহিরপুর উপজেলায় রানা তালুকদারকে আহ্বায়ক ও আলী হায়দর লিপছন কে সদস্য সচিব করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলায় ফয়জুল মিয়াকে আহ্বায়ক ও জামাল উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে এবং ধর্মপাশা উপজেলার মো. ফারুক মিয়াকে আহ্বায়ক ও আনোয়ার হোসেন কে সদস্য সচিব করা হয়েছে।
এসময় নবগঠিত ৩ উপজেলার নেতৃবৃন্দ জিয়া সৈনিক দল জেলা আহ্বায়ক লুৎফর রহমান ও সদস্য সচিব আব্দুল কুদ্দুছ শিপন’কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দলের নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা