• বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি রপ্তানি বাণিজ্য সহজীকরণ ও দ্রুত পন্য খালাশের লক্ষ্যে কাস্টমস কর্মকর্তাদের উজ্জবিত করতে নির্দেশনা -রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান। দিঘলিয়ায় গ্রামপুলিশের মৃত্যুতে বাংলাদেশ গ্রাম পুলিশের শোক  কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ী নিহত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত সাভার ও আশুলিয়ায় বিএনপির সদস্য নবায়ন ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান আমিনুল হকের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ শ্লোগান দিচ্ছে, দাঁত ভাঙা জবাব দিতে চাই- যুবদল নেতা রনি মাহমুদ হাসান নামের ১৫ বছর বয়সী কিশোর নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা চরমে আশুলিয়ায় ডিস ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত রানা সরকার ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে কুমিল্লায় জামায়াতের গণমিছিল

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দেশের ‘এক ব্যক্তিই চান না’ বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস।

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

শুক্রবার সকালে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুস্পমাল্য অর্পণের পরে জাপানে প্রধান উপদেষ্টার এক বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এরকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘‘খুব দূঃখের সঙ্গে বলছি, দেখলাম ড. মুহাম্মদ ইউনুস সাহেব (প্রধান উপদেষ্টা) জাপানে বসে বিএনপির বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে। তিনি বললেন, একটি দল নির্বাচন চায়।”

‘‘ আর আমরা বলতে চাই, একটি লোক নির্বা্চন চায় না… সে হলো ড. ইউনুস(মুহাম্মদ ইউনুস) উনি নির্বাচন চায় না।”

গতকাল জাপানের টোকিও‘র ইম্পেরিয়াল হোটেলে ৩০তম নিক্কেই ফোরামে ‘ ফিউচার অব এশিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেন, ‘‘ আমরা জনগণকে বলেছি, নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ জুনে অনুষ্ঠিত হবে।” তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেনো, ডিসেম্বরে নির্বাচন কেনো নয় সেই প্রশ্নও তুলেছেন। দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

‘নির্বাচন ডিসেম্বরেই, জুনে নয়’

মির্জা আব্বাস জোরালো কন্ঠে বলেন, ‘‘ বিএনপি বরাবরই নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনুস সাহেব স্বয়ং বলেছেন। আমরা বলি নাই….তারই(অধ্যাপক মুহাম্মদ ইউনুস) এর প্রস্তাব। পরবর্তিতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে।”

‘‘ জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে।”

তিনি বলেন, ‘‘ আর নির্বাচন যদি করতে না চান সেটা্ ইউনুস সাহেবের দায়-দায়িত্ব, আমাদের দায়-দায়িত্ব নয়।”

‘‘আমরা জাতি-জনগণ এই নির্বাচন আদায় করবে ….নইলে এদেশের ভৌগলিক অখন্ডতা ঠিক থাকবে না।”

‘সংস্কার করতে কিছু বিদেশী আমদানি’

মির্জা আব্বাস বলেন, ‘‘ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে জাতিকে বিভিন্ন কারণেই। আপনারা লক্ষ্য করেছেন সংস্কার সংস্কার করতে করতে বর্তমান সরকার বহু লোককে আমদানি করেছেন সংস্কার করার জন্যে। আমি আজকে অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু সংস্কার করেছেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু বিদেশ থেকে কোনো পরামর্শক আনেন নাই……।”

‘‘ আজকে এই সরকার কিছু বিদেশী লোককে আমদানি করেছেন দেশে সংস্কার করার জন্যে। এখন সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে, তারা নির্বাচন দিতে চায় না।”

রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের জনক হিসেবে অভিহিত করে মির্জা আব্বাস বলেন, ‘‘ আমরা এই শাহাদা বার্ষিকী উপলক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে উনার(জিয়াউর রহমান) জন্য দোয়া কামনা করছি… আল্লাহতালা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বেহেস্তে নসিব করেন।’’

এর আগে মির্জা আব্বাস দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালা্হ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতাদের নিয়ে সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন। কিছুক্ষন নিরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর পরে কবরে পুষ্পমাল্য অর্পণ করেন তারা এবং এরপর প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রামে এক দল সৈন্যের গুলিতে নিহত হন জিয়া। বিএনপি এই দিনটি তার ‘শাহাদাৎ দিবস’ হিসেবে পালন করে।


এই বিভাগের সব খবর
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930