খুলনা প্রতিনিধি :
বটিয়াঘাটা উপজেলার ৩নং গঙ্গারামপুর ইউনিয়নের বিএনপির সম্মেলনে সভাপতি অলিয়ার শেখ,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক দেবপ্রসাদ মন্ডল নির্বাচিত হন।শনিবার সকাল সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে গনতান্ত্রাতিক পদ্ধতিতে ভোট দিয়ে বিজয়ী করেন।সম্মেলনে সভাপতি পদে তিন জন প্রার্থী, সাধারন সম্পাদক পদে তিন জন ও সাংগঠনিজ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪৩২ জন,এর মধ্যে ৩৯৮ টি ভোট কাস্ট হয়। সভাপতি পদে অলিয়ার শেখ ১৭৭টি ভোট পেয়ে বিজয়ী হন।তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদী আল আজাদ ১৩৫ টি ভোট পান,নয়ন শেখ ৮৪ ভোট। সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর হাওলাদার ১৫২ টি ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেবাশীষ ১২৯ টি ভোট,এবং এরশাদ পান ১০৭ টি ভোট।সাংগঠনিক পদে দেবপ্রসাদ মন্ডল
২১০ টি ভোট পেয়ে,বিজয়ী হন এবং তার নিকট তম মোঃ পীর আলী সরদার।