• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্কেল নওগাঁর আয়োজনে ‘ফিরে দেখা জুলাই’ অনুষ্ঠান সম্পন্ন ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গাজীপুরে বীমা করানোর নামে টাকা আত্মসাত ও মারধরের অভিযোগ শহীদ পরিবারগুলো রাষ্ট্রীয় মর্যাদা পাবে, স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার- আমিনুল হক রায়েরবাজার গণকবরের লাশগুলোডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবীতে ঢাকার প্রেসক্লাবের সামনে সোনাগাজী সমিতি ঢাকা’র মানববন্ধন পর্যটন নগরী কুয়াকাটা : দক্ষিণ বাংলার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে-হাফিজ রহমান হিউম্যানিটি অব বাংলাদেশের মেডিকেল ক্যাম্পে আমিনুল হক: “অসহায় মানুষের পাশে থাকতে হবে সামাজিক উদ্যোগেই” সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি স্বজনদের মানববন্ধন কেশবপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে খাদ্য বিতরণ

হিউম্যানিটি অব বাংলাদেশের মেডিকেল ক্যাম্পে আমিনুল হক: “অসহায় মানুষের পাশে থাকতে হবে সামাজিক উদ্যোগেই”

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আমরা আশা করব, শুধু রাজনৈতিক দল নয়, যেকোনো সামাজিক সংগঠনের মাধ্যমেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। তারই একটি বহিঃপ্রকাশ হলো আজকের হিউম্যানিটি অব বাংলাদেশের আয়োজন।”

শনিবার সকালে রাজধানীর রূপনগরে ঢাকা -১৬ আসনের নিজ নির্বাচনী এলাকায় হিউম্যানিটি অব বাংলাদেশ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “থ্রি মেডিকেল ক্যাম্প আমরা শুরু করেছি। ভবিষ্যতেও এই ধরনের আরও সামাজিক কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই। মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস অব্যাহত থাকবে।”

বৃদ্ধাশ্রম প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক বলেন, “আমরা চাই না বাংলাদেশে বৃদ্ধাশ্রম তৈরি হোক। কিন্তু বাস্তবতা হলো, কিছু সন্তান তাদের মা-বাবাকে বৃদ্ধ বয়সে অবহেলা করে, রাস্তায় ফেলে যায়। এ সমাজে এই অমানবিক আচরণ আমাদেরকে বৃদ্ধাশ্রম তৈরি করতে বাধ্য করছে। এ ধরনের সন্তানদের কখনোই একজন ভালো মানুষ বলা যায় না।”

তিনি আরও বলেন, “আমাদের সমাজে অস্বাভাবিক আচরণকারী কিছু মানুষ আছে, যারা পারিবারিক দায়িত্ব ও মূল্যবোধ ভুলে গেছে। সমাজকে নতুন করে ঢেলে সাজাতে হবে, একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নে আমাদের এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানের শেষাংশে তিনি হিউম্যানিটি অব বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “নতুন সমাজ গড়তে এবং আগামীর মানবিক বাংলাদেশ নির্মাণে এই সংগঠনটি একটি বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

হিউম্যানিটি অব বাংলাদেশের (মানবতার বাংলাদেশ) আয়োজনে সংগঠনটির সভাপতি ইন্জিঃ মোঃ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মানবতার বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা স ম জাহাঙ্গীর কবির জন, এছাড়াও বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন প্রমুখ। কার্যক্রমের প্রচারে ছিলেন নাজমুল ইসলাম মিল্টন।


এই বিভাগের সব খবর
August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031