কেশবপুর যশোর প্রতিনিধি :-
২৭ আগষ্ট ২০২৫, বুধবার,বিকেলে বি,এন,পির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস (অপু)। উপজেলার সুফলাকাটী ইউনিয়ন এ বেতীখোলা বাজার নারায়পুর বাজার কলাগাছি বাজার,কাটাখালি বাজার, কালিচারপুর সুফলাকাটী ইত্যাদি যায়গায় গনসংযোগ চালান তিনি । গনসংযোগ এ অপুর সাথি হিসেবে ছিলেন মাসুদ আহমেদ সহ-সভাপতি কেশবপুর উপজেলা বি এন পি, সুফলাকাটী ইউনিয়ন বি এন পির সহ-সভাপতি মশিয়ার মোল্লা, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক, ফারুক হোসেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, রাফাত হোসেন, সহ অর্ধাশতাধিক নেতাকর্মী অমলেন্দু দাস অপু এলাকার সকল খোঁজ খবর নেন এবং পানি কিভাবে সরানো যায় সেই আশ্বাস দেন। বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, দীর্ঘ ১৭ বছর সৈরাচারের বিরুদ্ধে জেলজুলুম, নির্যাতন থেকে বাঙালি জাতিকে মুক্তি দিতে সংগ্রাম করে গিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল বিএনপি কর্মীরা। তিনি বলেন দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের চুড়ান্ত বিজয় রচিত হয় ২৪শের জুলাই গণঅভ্যুত্থানে। পরে কেশবপুর উপজেলা সদরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৩১ দফা বাস্তবায়ন সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি আরো বলেন, ভবদাহ অঞ্চল জলবদ্ধতার একটু ভয়ংকর রুপ এটা আমাদের সকল,কে মিলে নিরাশন করতে হবে, দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় ৩১ দফা দাবির লিফলেট বিতরণ ও সকলের সাথে কথা বলেন বেতীখোলা বড়বাগ বাজারে বক্তব্যের মধ্যে দিয়ে, গনসংযোগ শেষ করেন ।